বেনাপোল প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে যশোর জেলার শার্শা উপজেলায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন।
শনিবার বেলা ১১টায় শার্শা উপজেলাধীন নাভারণ বাজারস্থ ‘হক কমিউনিটি সেন্টার’ এ মতবিনিময় করা হয়।
অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত শেষে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকারের শার্শা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।
এর আগে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাভারণ ডিগ্রি কলেজের প্রভাষক বনি আবু বকর।