বেনাপোল সংবাদদাতা
দৈনিক নওয়াপাড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধি সুমন হোসাইনের নামে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের মামলার প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে অনুষ্ঠিত সভায় শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর প্রেসক্লাব, একতা প্রেসক্লাব বেনাপোল ও জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় সাংবাদিক সুমনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, একতা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান, সাপ্তাহিক স্মৃতি পত্রিকার বেনাপোল প্রতিনিধি মাসুদ বিশ্বাস প্রমুখ।