বাংলার ভোর প্রতিবেদক

সাংবাদিক আবু সাঈদের বাড়িতে সন্ত্রাসী আবুবকরের নেতৃত্বে হামলায় চার জন আহত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে আবু সাঈদের পৈত্রিক ভিটা বাড়ি নিয়ে বড় ভাইয়ের সাথে বিরোধের জের ধরে গত ৫ আগস্ট গভীর রাতে আবু বকর ভাড়াটিয়া সন্ত্রাসী নিে াংবাদিক আবু সাঈদের বাড়ি ও তার ভাই রেজাউল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় আবু রাহান, তার ভাই রেজাউল ইসলাম, আবু সাঈদের স্ত্রী ও পাঁচ বছরের শিশু কন্যা সাদিয়া।

এ বিষয়ে আবু রায়হানের স্ত্রী আনোয়ারা এ প্রতিবেদককে বলেন, দেবনগর গ্রামের নুর ইসলাম, আলমগীর ও আবুবকরের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় আমরা বাধা দিলে আমাদেরকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে। এবং মামলা না করার জন্য হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে আবু সাঈদ বলেন, ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না, অসুস্থ হয়ে সাতক্ষীরা একটি হাসপাতালে আমি ভর্তি ছিলাম পরে শুনলাম আমার বাড়িতে হামলা করে আমার বাড়ি ভাঙচুর করেছে। বর্তমানে আমার পরিবারের লোকজন ওই সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া। উল্লেখ্য, ওই সন্ত্রাসী গ্রুপ তাদের বাড়ি জবর দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও আদালতে ওই জমি নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Share.
Exit mobile version