সাতক্ষীরা সংবাদদাতা
“প্রযুক্তি ও মানবতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের (বালক) উপতত্ত্বাবধায়ক আয়শা খাতুন, জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা প্রবীর রায়, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা শারমীন সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।

