সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সাতক্ষীরাতেই স্বপদে পুনর্বহাল ও বদলি প্রজ্ঞাপন বাতিলের এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলার খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে গিয়ে প্রেস ব্রিফিংয়ে মিলিত হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিমের নাজমুল হোসেন রনি, সুহাইল মাহদীন সাদী, নাহিদ হাসান, মোহিনী তাবাসসুম, রিফাত হোসেন, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিললুল্লাহ, শেখ মিনহাজ,নুহা আনসারী,শাহজালাল আহমেদ, আব্দুল্লাহ, উসমান গনিসহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীরা বলেন, মতিউর রহমান সিদ্দিকী আন্দোলনে সময় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব সময় যোগাযোগ রাখতেন। তিনি এই আন্দোলনের পক্ষে ছিলেন। পুলিশবাহিনীকে সুশৃংঙ্খলভাবে নিয়ন্ত্রণ করায় সাতক্ষীরায় কোন ছাত্র-ছাত্রী নিহত হয়নি। এবং তিনি সাতক্ষীরায় আসার পর থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে গিয়েছিল। কোনভাবেই তিনি চোরাকারবারি বা মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দেননি, যেটা ইতিপূর্বে সাতক্ষীরার কোন পুলিশ সুপার এমন ভূমিকা রেখেছে কিনা আমাদের জানা নেই। এ জন্য আমরা চাই আমাদের প্রাণের সাতক্ষীরায় পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সরকারি বিধি মেনে সাতক্ষীরায় স্বপদে পুনর্বাহল করা হক।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version