সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দেবিশহরে বীরমুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাতরা বাড়ি থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোনসহ লাইসেন্সকৃত একটি দো’নালা বন্দুকও লুট করে নিয়ে যায়।

বাড়ির মালিক সুভাষ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুকৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে।
ওই সময় ডাকাতরা বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেলসহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দো’নালা একটি বন্দুক নিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ মাহমুদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান শুরু করেছে।

Share.
Exit mobile version