সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন দ্য এডিটরস সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

আজ (রোববার) দুপুরে তিনি তাকে দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় তার সাথে ছিলেন দৈনিক পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, বাসসের জেলা প্রতিনিধি দিদারুল আলম প্রমুখ।

প্রসঙ্গত, হার্টের সমস্যাজনিত কারণে প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচিকে গত ১৪ মার্চ সাতক্ষীরা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। একই সাথে তিনি কোমরের একটি হাড় ভেঙে যাওয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

Share.
Exit mobile version