সাতক্ষীরা সংবাদদাতা
সারা দেশের ন্যায় সাতক্ষীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে শতভাগ নতুন বই প্রদান করা হয়েছে।
দেশের রাষ্ট্রীয় শোক থাকায় বর্ণাঢ্য আয়োজনে এবার বই বিতরণ করা না হলেও সকল বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। চাহিদা অনুযায়ী জেলার সকল প্রাথমিক বিদ্যালয় নতুন বই সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন।
এ সময় তিনি বলেন, নতুন বই শিশুদের মনে নতুন স্বপ্ন ও অফুরন্ত আনন্দ জাগায়। তাদের কল্পনার জগৎকে প্রসারিত করে। উজ্জ্বল ভবিষ্যতের আশা জোগায়। বইয়ের ঘ্রাণের সাথে মিশে অসাধারণ অনুভূতির সৃষ্টি করে।
কোমলমতি শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় ও নতুন কিছু শেখার প্রেরণা দেয়। নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে শতভাগ নতুন বই তুলে দেয়া বর্তমান সরকারের অন্যতম সাফল্য।
এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন বই বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এবং অভিভাবকদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমুখ।
