সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ, সবজির বিজ ও শাড়ি আটক করে।
জেলার তলুইগাছা, চারাবাড়ি বাঁশবাগান, কলারোয়ার ভাদিয়ালী, ফুলতলা বাজার, চান্দা, শিশুতলা, গোয়ালপাড়া ও গোবিন্দকাঠী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
