সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে থাকা পিলারে ধাক্কা লেগে রাজমোহন দাস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজমোহন দাস সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাজমোহন দাস মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা বাইপাস সড়কের পাশের একটি পিলারের সাথে ধাক্কা খান। এতে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version