সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় এযাবত কালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় এই তাপদাহে বিশেষ করে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষ। তারা তীব্রগরমে কোন কাজ করতে পারছেন না। আশ্রয় নিচ্ছেন পৌরদীঘির পাড়ের গাছতলাসহ জেলা শহরের বিভিন সুশীতল গাছতলাায়।
আবার কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে পৌরদিঘীতে দীর্ঘক্ষণ গোসল করছেন। গরমে পিপাসা নিবারণে মানুষের ভিড় বাড়ছে শরবত, ডাব ও আখের রসের দোকানগুলোতে। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সোমবার বিকেল ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ১৮ ভাগ। যা এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা বলে তিনি আরো জানান।