সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজারে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সংঘটিত ঘটনার পর ইসমাইল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে তিন বন্ধু বাজারে প্রবেশ করলে সেনা টহল দল তাদের গতিরোধ করে। এ সময় ইসমাইল হোসেনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি নিথর হয়ে পড়েন। পরে সেনা সদস্যরা স্থান ত্যাগ করেন।

ঘটনার পর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত জড়ো হয়ে মরদেহ পড়ে থাকতে দেখে প্রশাসনকে খবর দেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, তিনি মৌখিকভাবে ঘটনার কথা শুনেছেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী বলেন, “এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই। আমি বর্তমানে ক্যাম্পের বাইরে অবস্থান করছি।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি। এক তরুণের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে পরিষ্কার হবে—কীভাবে কাকবাশিয়ার ব্যস্ত বাজারে একটি তরুণ প্রাণ ঝরে গেল।

Share.
Exit mobile version