সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৩০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির নিজ কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী-সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন নৌকা, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত লাঙ্গল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ হাতুড়ি, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কাচি, শেখ নুরুল ইসলাম ট্রাক, এসএম মুজিবুর রহমান দোলনা, তৃণমূল বিএনপির সুমি ইসলাম সোনালী আঁশ, মুক্তিজোটের শেখ মো. আলমগীর ছড়ি, নুরুল ইসলাম ঈগল ও বাংলাদেশ কংগ্রেসের ইয়াররুল ইসলাম ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সাতক্ষীরা-২ (সদর) আসনে জাতীয় পার্টির আশরাফুজ্জামান লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী আফসার আলী ট্রাক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) আনোয়ার হোসেন আম, স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি ঈগল, বিএনএমের কামরুজ্জামান বুলু নোঙর, স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল কাচি এবং তৃণমূল বিএনপির ফারহান মেহেদী সোনালী আঁশ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক নৌকা, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম চাকা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুল হামিদ আম, জাকের পার্টির মো. মঞ্জুর হোসান গোলাপ ফুল, তৃণমূল বিএনপির রুবেল হোসেন সোনালী আঁশ ও জাতীয় পার্টির মো. আলিফ হোসেন লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা নোঙর, জাতীয় পার্টির মো. মাহবুবুর রহমান লাঙ্গল, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম ডাব, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কাচি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল আম প্রতীক বরাদ্দ পেয়েছেন।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা