সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে অপহৃত এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় শহরের লাবনী মোড় এলাকা হতে ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার কিশোর ঢাকা জেলার পূর্ব রামপুরা এলাকার হারুনুর রশিদ খানের পুত্র আরেফিন কামরুল ইসলাম (১৬)।
সদর থানার ওসি শামিনুল হক জানান, বৃহস্পতিবার ওই কিশোরকে কে বা কারা অপহরণ করে। পরে শুক্রবার রামপুরা থানায় তার বাবা জিডি করেন। জিডির সূত্র ধরে সাতক্ষীরা সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।
অপহৃত কিশোর আরেফিনের বরাত দিয়ে তিনি জানান, কে বা কারা আরেফিনকে ঢাকা থেকে অপহরণ করে একটি টিনের ঘরের মধ্যে আটকে রাখে। সেখান থেকে কৌশলে বের হয়ে প্রায় ২-৩ কিলোমিটার হেঁটে এসে শহরের লাবনী মোড়ে এসে পৌছায়। এ ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলার প্রস্তুতি চলছে।