সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী চারজন প্রার্থীর মধ্যে তিনজনই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন একমাত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী শামস ইশতিয়াক।

একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুজনের মধ্যে সোনিয়া পারভীন শাপলা মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হতে যাচ্ছেন।

তবে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচজন প্রার্থীই থাকছেন নির্বাচনে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ও গোলাম মোরশেদ, যুবলীগ নেতা এ্যাড. তামিম আহমেদ সোহাগ, প্রভাষক সুশান্ত মন্ডল ও জাতীয় পার্টির মশিউর রহমান বাবু।

Share.
Exit mobile version