সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শিক্ষক মো. মনিরুজ্জামান দ্বায়িত্বভার গ্রহণ করেছেন।

রোববার সকাল ১০ টায় কলেজের শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আলোচনা সভার মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় কলেজের শিক্ষকগণ, সুশীল সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

দায়িত্ব পাওয়া অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, কলেজটি নিয়ে এখনো যড়যন্ত্র চলছে, বিগত সময়ে যেসব দুর্নীতি অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি সকলকে অবগত করেন।

বিগত সময়ে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষাঙ্গন ও প্রশাসনিক দপ্তরে যে ভঙ্গুর অবস্থা ছিল তার থেকে ফিরিয়ে এনে শিক্ষা নির্ভর একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাড. শেখ আরিফুর রহমান আলোসহ সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version