অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে সুবিধাবঞ্চিত ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে সরকার গ্রুপের সহযোগিতায় ও সাদা কাগজ ফাউন্ডেশনের আয়োজনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ ঈদ সামগ্রী বিতরন করা হয়। সাদা কাগজ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ সংগঠনের পাশে থেকে কলঙ্ক মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন।
সরকার গ্রুপের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। আমন্ত্রিত অতিথি ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাদা কাগজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুর রহমান, সহ সভাপতি শেখ জিলানী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রাজন, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম অভি, সদস্য মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ।