বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের মুজিব সড়ক এলাকার ব্যবসায়ী মীর সাদি হত্যা মামলার আসামি সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী হাসানের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

সন্ত্রাসী ট্যাটু সুমন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শহিদুল ইসলাম বাবু ওরফে কানা বাবুর ছেলে ও মেহেদী হাসান শংকরপুর মহিলা মাদ্রসার এলাকার মোহাম্মদ আলী ওরফে আলী হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ রাতে নিজ বাড়ির উঠানে ব্যবসায়ী মীর সাদিকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী হাসানের নাম উল্লেখসহ অপরিচিত ৫/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার আসামি ট্যাটু সুমন ও মেহেদী হাসান আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ মমিনুল হক কারাগারে আটক দুইজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version