শার্শা সংবাদদাতা
‘নতুন চিন্তা, নতুন উদ্ভাবন, ২০২৫-এর বিজ্ঞান মেলায় তৈরি হোক নতুন সম্ভাবনা’ এই স্লোগানকে সামনে রেখে বেনাপোলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে অভ্যন্তরীণ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার দিঘীরপাড়ে অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের বিজ্ঞান ক্লাবের আয়োজনে নিজস্ব প্রাঙ্গণে দিনব্যাপি এই মেলায় বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ১৭টি স্টলে তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করেন।
মেলা দেখতে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা আনন্দ প্রকাশ করে জানান বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজন সন্তানদের মেধা বিকাশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইমামুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য সাংস্কৃতিক পরিষদ প্রতিবছর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আবৃতি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে থাকে। এবার বিজ্ঞান ক্লাবের আয়োজনে দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হলো।