বাংলার ভোর প্রতিবেদক
যশোরের সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রতিনিধি রবিউল ইসলাম নবাব আর নেই। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই সিরাজ। নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

 

ভাই সিরাজ জানান, দেড় মাস আগে একটি হত্যা মামলায় নবাব জামিনে মুক্তি পান। প্রায় ১৫ দিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। প্রথমে তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে সন্ধ্যায় নবাবের মরদেহ যশোরের নিজ বাড়িতে আনা হয়। এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version