মাগুরা সংবাদদাতা
মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির নানা রকমের অভিযোগ উঠেছে।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শালিখা উপজেলার ৭ নং গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আ. ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম নিয়োগ দুর্নীতি করে ৫৫ লাখ, আড়াই লাখ টাকায় বিদ্যালয়ের রড, ১৭ পিস ফ্যান বিক্রি করে ক্ষতিসাধন করেছে।
অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন বিদ্যালয়ের দাতা সদস্য কাজী শামিনুল ইসলাম (দোলন) এবং অভিভাবক সদস্য হাসান সরোয়ার (বিপ্লব) ও আক্তার মোল্যা। এছাড়া এলাকাবাসীর পক্ষে আমরার মোল্লা, শাহীনুর রহমান, আ. সামাদ শিকদার, আ. সামাদ, পিয়ার আলী, টুকু মোল্যা, মো. রেসাল, লায়েব আলী সর্দার, রবিউল ইসলাম, লিটন মোল্যা, ওমর আলী ওমর, জিয়াউর রহমান।
অভিযোগ বিষয়ে ২০ অক্টোবর বিকেলে বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল সাত্তার লস্কার জানান এ বিষয়ে আমি কোন কিছুই জানি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জানান, নিয়োগ বাণিজ্য বিষয় সম্পর্কে আমি কিছু জানি না এটা সাবেক সভাপতি আব্দুর সাত্তার লস্কর জানেন এবং রড বিষয় সত্য নয়, ফ্যান স্কুলে আছে এবং প্রধান গেটের রড ৮১০০ টাকা বিক্রি করা হয়ে ছিলো।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, লিখিত অভিযোগের তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, লিখিত অভিযোগটি শালিখা থানার অফিসার ইনচার্জ বরাবর দিতে হবে।