কোটচাঁদপুর সংবাদদাতা
পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল বাতাস, কাঠ ও জ্বালানি সরবাহ বৃদ্ধি, জ্বলোচ্ছ্বাস প্রতিরোধ এবং বৈশ্বিক উষ্ণতা রোধে কাজ করছে সামাজিক বন বিভাগ। বিগত ৩ বছরে কালীগঞ্জে ১৭ কিলোমিটার, কোটচাঁদপুরে ৩ কিলোমিটার এবং মহেশপুরে ৬৫ কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে। সবগুলো বাগান খুবই ভালো আছে বলে জানিয়েছে বন বিভাগ।
কোটচাঁদপুর সামাজিক বন বিভাগের অধিনে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও মহেশপুর উপজেলায় বাগান সৃজনে উপকারভোগী সদস্য, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সামজিক বনায়ন আজ সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।
মহেশপুর উপজেলার ২০২১-২২ সালে সৃজিত ২৫ কিলোমিটার বাগান পরিদর্শনে এসে বাশঁবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন জানান, বাগানের সুন্দর ও মনোরম সবুজ পরিবেশ, পাখির কিচির মিচির শব্দে মনটা ভরে যায়।
হৃদয়ে এক দারুণ প্রশান্তি অনুভব করি। দূর-দূরান্ত থেকে অনেকেই বাগান দেখতে আসেন। মাঠের কৃষক ও পথচারীরা গাছের ছায়ায় বিশ্রাম নেন। কালীগঞ্জ উপজেলায় ২০২১-২২ সালে সৃজিত ১০ কিলোমিটার বাগান সর্ম্পকে বাগানের সভাপতি সাহেব আলী বলেন এই বাগানের জন্য বনবিভাগকে রাষ্ট্রিয়ভারে পুরষ্কৃত করা উচিত।
২০২৪-২৫ সালে সৃজিত বাগানটি সর্ম্পকে বারোবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসান সাজ্জাত বলেন, এ বাগানটি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সামাজিক বনায়নে সম্পৃত্ত অংশদারগণ আর্থিকভাবে লাভবান হবেন।
কোটচাঁদপুর বন বিভাগ কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলাম জানান সামাজিক বনায়ন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে, গাছের শিতল ছায়ায় কৃষক ও পথচারীরা বিশ্রাম নেয় এবং এর সাথে সম্পৃত্ত সকলেই আর্থিকভাবে লাভবান হয়।
সে কারণে সামাজিক বনায়ন রক্ষা করা ও সম্প্রসারণ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

