সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, সামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, সামেক হাসপাতালের উপ-পরিচালক মেজবাহুর রহমান, সহকারী পরিচালক অজয় কুমার সাহা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান খান, জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল ।

সভায় আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ, অনুমোদন, হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিভিন্ন বিভাগে চিকিৎসক শূন্যতা ও জনবল সংকট প্রসংগে, ক্যান্টিন চালু প্রসঙ্গে, মোটরসাইকেল গ্যারেজ প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

Share.
Exit mobile version