কপিলমুনি সংবাদদাতা:
পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নে পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে এনজিও সংস্থা বারসিকের এনগেজ প্রজেক্ট ও সুশীল সমাজের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সুশীল সমাজ কমিটির সভাপতি আফরোজা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মিন্টু অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলী, বিশেষ অতিথি ছিলেন সহকারী সচিব কাম অপারেটর লিমন রায়, সংরক্ষিত ইউপি সদস্য ছখিনা বেগম, কাকলি বিশ্বাস।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বারসিক প্রকল্প সমন্বয়কারী মাহাবুবর রহমান। বারসিক এনগেজ প্রজেক্টের এরিয়া অফিসার বাবলু জোয়াদ্দার ও ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন সিএস সদস্য লাকী আক্তার, শিরনী আক্তার, মোঙ্গলী মন্ডল, মুক্তি সরদার ও মধু বিশ্বাস সহ গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)র প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ও বারসিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে “এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস্ ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও’স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ) চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে।

Share.
Exit mobile version