পাইকগাছা সংবাদদাতা:
পাইকগাছা প্রতিপক্ষের হামলা-মারপিটে চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ময়নাসহ তিনজন আহত হয়েছেন।
রোববার রাতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার সোমবার আছাদুজ্জামান ময়না (৫৫)ও শেখ নেওয়াজ শরীফ’ (৩৫)কে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযুক্ত আমির হামজা রানা (৪০)পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, উপজেলার দেবদুয়ার শেখ পাড়ায় রাত সাড়ে ১০ টায় এ মারপিটের ঘটনায় স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, স্থানীয় একটি সমিতি বা প্রতিষ্ঠানের নির্বাচন সংক্রান্ত নেতৃত্ব নিয়ে বিরোধোর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাটাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুজ্জামান ময়না জানান, প্রতিবেশি আমির হামজা রানা ও তার ভাই বাবুর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ওই দিন রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে তারা কুড়াল ও দেশীয় অস্ত্রের আঘাতে তাকে জখম করেন।

অন্যদিকে হাসপাতালে আমির হামজাও পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষ আমার বাড়িতে ফেলে মারপিট করে আহত করেন।

এ বিষয়ে থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মারপিটে দু’ব্যক্তির আহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

Share.
Exit mobile version