সাতক্ষীরা সংবাদদাতা
ঢাকার মিরনজিল্লায় কয়েক দশক যাবত বসবাসকারী হরিজন সম্প্রদায়কে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদসহ সারাদেশে সংখ্যালঘুদের ভূমি জবরদখলসহ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদ। সংগঠনটির সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে মানববন্ধনো বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সহ সভাপতি স্বপন শীল, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, মানবাধিকার কর্মী মাধব দত্ত, নাগরিক কমিটির আবুল কালাম আজাদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, নিত্যানন্দ সরকার, জাসদের ওবায়দুস সুলতান বাবলু, আবুল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গাদের বাইরে থেকে ডেকে এনে আদর করে থাকতে দেয়া হয়েছে, আজ তারা ইয়াবা ব্যবসা করে দেশকে ধ্বংস করছে। অথচ হাজার বছর যাবত এদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিজের জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে। এটি সুপরিকল্পিত চক্রান্ত।