বিবি প্রতিবেদক
যশোরে সালমা আক্তার নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ায় বাধ্য হয়ে নিহতের মা ফিরোজা বেগম সাতজনের নামে আদালতে অভিযোগ করেন। বিচারকের নির্দেশে গতকাল নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে কোতোয়ালি থানা পুলিশ।
আসামিরা হলেন, সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের ইসমাইল হোসেন মোল্যা, তার স্ত্রী পাতাসি বেগম, চার ছেলে আমির হামজা, জহির, পান্না, রুবেল এবং মিলনের স্ত্রী মনিহার বেগম।
সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী মামলার বাদী নিহতের মা ফিরোজা বেগম বর্তমানে অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে বসবাস করেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, মেয়ে সালমার বয়স দেড় বছর হলে তার পিতা মারা যান। ২০১৫ সালের ১৯ জুলাই আসামি আমির হামজার সাথে সালমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ের জন্ম হয়। বর্তমানে মেয়েটির বয়স সাত বছর। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক বাবদ আমির হামজাকে টাকা ও বিভিন্ন জিনিসপত্র দিয়েছেন ফিরোজা বেগম। এরপরও এক লাখ টাকা যৌতুক দাবিতে বিভিন্ন সময় সালমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আমির হামজা। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সকালে আবারও যৌতুকের টাকার জন্য সালমাকে মারপিট করে গ্যাস ট্যাবলেট খাওয়ায় আসামিরা। এক আত্মীয়ের মাধ্যমে সংবাদ পেয়ে ফিরোজা জামাই আমির হামজাকে মোবাইলে ফোন করলে সে জানায় সালমা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখানে গিয়ে না পেয়ে আবারও ফোন করলে বলে খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে আছে। কিন্তু সেখানে গিয়েও না পেয়ে আমির হামজার বাড়িতে গিয়ে সালমাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে সালমার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় থানায় গেলে পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে গত ১১ জানুয়ারি এই ব্যাপারে আদালতে অভিযোগ দেয়া হয়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আগামী সাত কার্য দিবসের মধ্যে মামলাটি গ্রহণ করে এবং পরবর্তী ব্যবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করার জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।
শিরোনাম:
- ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারলে ফ্যাসিজমের শেঁকড় উৎপাটন করা যাবে না : অমিত
- ‘ফ্যাসিজমের শিকড় উৎপাটনে সর্বস্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে’
- যশোরে শহিদ সাংবাদিক শামছুর রহমান কেবলের হত্যাবার্ষিকী পালিত
- জাতীয় সমাবেশ সফল করতে যশোরে জামায়াতের মিছিল
- কালীগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করলো ছাত্রদল ও এলাকাবাসী
- বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভায় নির্বাচনী প্রস্তুতি জোরদারের আহ্বান
- শার্শায় মরণোত্তর ভাতা পেল নিহত ৩১ শ্রমিক পরিবার
- গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা : নিহত অন্তত ৪