বিবি প্রতিবেদক
যশোরে সালমা আক্তার নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ায় বাধ্য হয়ে নিহতের মা ফিরোজা বেগম সাতজনের নামে আদালতে অভিযোগ করেন। বিচারকের নির্দেশে গতকাল নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে কোতোয়ালি থানা পুলিশ।
আসামিরা হলেন, সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের ইসমাইল হোসেন মোল্যা, তার স্ত্রী পাতাসি বেগম, চার ছেলে আমির হামজা, জহির, পান্না, রুবেল এবং মিলনের স্ত্রী মনিহার বেগম।
সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী মামলার বাদী নিহতের মা ফিরোজা বেগম বর্তমানে অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে বসবাস করেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, মেয়ে সালমার বয়স দেড় বছর হলে তার পিতা মারা যান। ২০১৫ সালের ১৯ জুলাই আসামি আমির হামজার সাথে সালমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ের জন্ম হয়। বর্তমানে মেয়েটির বয়স সাত বছর। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক বাবদ আমির হামজাকে টাকা ও বিভিন্ন জিনিসপত্র দিয়েছেন ফিরোজা বেগম। এরপরও এক লাখ টাকা যৌতুক দাবিতে বিভিন্ন সময় সালমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন আমির হামজা। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সকালে আবারও যৌতুকের টাকার জন্য সালমাকে মারপিট করে গ্যাস ট্যাবলেট খাওয়ায় আসামিরা। এক আত্মীয়ের মাধ্যমে সংবাদ পেয়ে ফিরোজা জামাই আমির হামজাকে মোবাইলে ফোন করলে সে জানায় সালমা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। সেখানে গিয়ে না পেয়ে আবারও ফোন করলে বলে খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে আছে। কিন্তু সেখানে গিয়েও না পেয়ে আমির হামজার বাড়িতে গিয়ে সালমাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে সালমার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় থানায় গেলে পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে গত ১১ জানুয়ারি এই ব্যাপারে আদালতে অভিযোগ দেয়া হয়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আগামী সাত কার্য দিবসের মধ্যে মামলাটি গ্রহণ করে এবং পরবর্তী ব্যবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করার জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।
শিরোনাম:
- যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
- লোকসমাজের প্রকাশক সুমিতের শ্বশুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- বাংলার মিলন মেলার লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার
- স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত যশোরবাসী
- বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে জাকের পার্টি : মহাসচিব
- চুকনগর বণিক সমিতির নির্বাচনে সাহিদুল সভাপতি বিল্লাল সম্পাদক
- কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক
- সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১