বাংলার ভোর প্রতিবেদক
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে যশোরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুজনের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা সমন্বয়ক গিয়াস উদ্দীন, সাবেক জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ, ফিরোজা বুলবুল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, গপি কান্ত সরকার।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুখানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বাষ্ট্র পরিচালনা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা গত ১১ আগস্ট সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা বর্তমান সরকারের কাছে রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরেছি। আজকে আমরা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে, সারাদেশে আওয়াজ তুলেছি।
শিরোনাম:
- নুরুজ্জামানকে প্রধান সমন্বয়কারী করে এনসিপির যশোর জেলা সমন্বয় কমিটি অনুমোদন
- যশোর জেনারেল হাসপাতালে ওষুধ চুরিকালে ধরা
- যশোরে ৮টি পিস স্বর্ণের বারসহ আটক ১
- গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের জন্য গঠিত : আশিক ইকবাল
- যশোরে ধুমধামে হরিজনদের সূর্যপূজা উদযাপিত
- সেই মহাসিনের বিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে নির্দেশ দুদকের
- সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকায় ডাক পেয়েছেন যশোরের বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা
