সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত ছোট খালে (সাতক্ষীরা রেঞ্জ) বিষ দিয়ে মাছ শিকার অপরাধে দুই জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নৌকাসহ তিনটি বিষের বোতল ও জাল উদ্ধার করা হয়।
গতকাল সকাল ৮টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের অধীনে কোবাদক স্টেশনের কালিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের রইজ উদ্দীন খান (৪৫) ও মাছুম মোল্যা (৩৫)। পরে হোগলধারি খাল এলাকায় আরো একটি অভিযানকালে দুটি নৌকা জব্দ করে বন বিভাগ। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে জেলেরা সুন্দরবনে পালিয়ে যান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, বিকেলে বন আইনে মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version