বাংলার ভোর প্রতিবেদক
রেলস্টেশনে বসবাস করা সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে জন্মদিন পালন করেছেন তানজিম জান্নাত নামের এক শিশু। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে এমন ব্যতিক্রমী আয়োজন করেন শিশু জান্নাতের মা জান্নাত ফাউন্ডেশন যশোরের পরিচালক সালমা আক্তার।

বুধবার বিকেলে যশোর রেলস্টেশনে ভ্রাম্যমাণ ‘শুদ্ধাঙ্গন’ স্কুল প্রাঙ্গণে শিশু জান্নাতের ১১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জান্নাতের জন্মদিনের কেক কাটার আনন্দ ভাগাভাগি করে নেয় শুদ্ধাঙ্গন স্কুলের প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু। এ সময় শিশুদের মাঝে চকলেট কেকসহ বিভিন্ন শিশুখাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ব্যতিক্রমী এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শুদ্ধাঙ্গন স্কুলের শিক্ষক, শিক্ষিকা সিধু রায়, সুমাইয়া আক্তার, লিমা আক্তার, বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক এ্যান্টনি দাস অপু, খন্দকার রুবাইয়া, মাহবুবুর রহমান, একলাছুর রহমান, সাথী ইসলাম, ইয়াসমিন সেজুতিসহ আরও অনেকে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version