বাংলার ভোর প্রতিবেদক
সুরে সুরে মাতিয়ে শেষ হয়েছে প্রাচীনতম সংগীত শিক্ষা প্রতিষ্ঠান যশোরের সুরবিতান সংগীত একাডেমীর ৭২ প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বরণ উৎসব। অিাজ (রোববার) সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে দুদিনের সমাপনী উৎসবে ৬ সাংস্কৃতিক জনকে ফুল আর উত্তরীয় পরিয়ে জানানো হয় সম্মাননা। তারা হলেন, দীপঙ্কর দাস রতন, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পান্না দে, সঞ্জীব চক্রবর্তী, অখিল বিশ্বাস ও আনোয়ারুল কবীর সোহেল। বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে শুরুতেই সমবেত কন্ঠে পরপর দুটি বসন্তের গান ওরে গৃহবাসী খোল দ্বার খোল.. এবং মনের রং লেগেছে। আড়াই ঘন্টার এই অনুষ্ঠানে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক শিল্পী অংশ নেয়। অনুষ্ঠানের ডালিতে ছিল শুধুই বসন্তের গান আর নৃত্য। অনুষ্ঠানে একেবারে খুদে শিল্পীদের সংগীত ও নৃত্য সকলকেই মুগ্ধ করে রাখে।
শিরোনাম:
- এম এ রশিদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের দাফন সম্পন্ন
- যশোরে হত্যাচেষ্টা মামলায় আটক ৪
- ছেলের নির্যাতনে পিতার মৃত্যুর অভিযোগ, জামাইয়ের মামলায় আড়াই মাস পর তোলা হলো বৃদ্ধের লাশ
- মধ্যেরাতে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যশোরে আ’লীগ নেতা বাবুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ২
- যশোর জেলা জমঈয়ত শুব্বানের সভাপতি এনামুল, সেক্রেটারি হান্নান
- ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত

