নড়াইল সংবাদদাতা
বরেণ্য চিত্রশিল্পী এস এম ‘সুলতান পদক’ পেলেন বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃৎ চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী।
সোমবার বেলা ১১টায় নড়াইল সুলতান মঞ্চে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ দিনব্যাপি সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই শিল্পীকে সম্মাননা ও সুলতান স্বর্ণপদক তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামীণ ঐতিহ্য, শিল্প সংস্কৃৃতির জেলা নড়াইল, শিল্প সংস্কৃতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতান। নড়াইলের এই সুলতান মঞ্চকে সংস্কার করে আগামী বছর আমরা একে নতুন রূপে দেখবো। এর ঐতিহ্য রেখে আমরা সংস্কার করবো। নড়াইলের এমপি মাশরাফি তিনি নিজের জন্য কিছু চান না। তিনি শুধু নড়াইলের জন্য চান। তা সে যখন যেটা বলে সেটা আমি চেষ্টা করি করে দিতে। আমি জানি তার হাতে কোন কাজ দিলে সে কাজটা একশ পারসেন্ট করে দিবে। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সে নড়াইলের জন্য যা চাইবে সেটা আমি দেয়ার চেষ্টা করবো।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নড়াইল-২ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।
এ সময় পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক রেজাউল হাসেমসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৫ এপ্রিল থেকে সুলতান মঞ্চে এ মেলা শুরু হয়। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে গুণি এই চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেয়া হয়।