কালিগঞ্জ সংবাদদাতা
বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বার্ষিক সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সংগঠনের ৫৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভা শনিবার বেলা ১১টায় কালিগঞ্জে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের উপ নির্বাহী প্রধান নাসির উদ্দীন ফারুক ক্যাপ্টেন, পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপ-পরিচালক রুহুল আমিন মোল্যা, উপ-পরিচালক কমলেশ বিশ্বাস, উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান মনির, প্রধান এইচ আরয়েল মিহির মিত্র, সহ-সভাপতি ঈলাদেবী মল্লিক, সদস্য কালিগঞ্জ কলেজের সাবেক অধ্যাপক শ্যামাপদ দাশ, সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, সদস্য কনিকা রানী সরকার, সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মাহামুদুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক শেখ আঃ করিম মামুন হাসান, আলমগীর হোসেন, শিমুল হোসেন, শাহাদাৎ হোসেন ও শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। ২০২৪ -২৫ অর্থ বছরের বাজেট অধিবেশনে ১’শ ৩১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব ও সুশীলনের পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ এ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলন পরিবার, হিতাকাক্সক্ষী, সাংবাদিক ও সুধীবৃন্দ।