বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনের দিনে আটক বিতর্কিত দুই সাংবাদিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মনগড়া বক্তব্য দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেন তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
আসামিরা হলো, যশোরের কিসমত নওয়াপাড়া গ্রামের শামছুর রহমান নিরব, ঝিনাইদহ সদর উপজেলার হামদাহ গ্রামের শারমীন আরা ও যশোর সদর উপজেলার দলেননগর পশ্চিমপাড়ার শরিফুল ইসলাম ।
এজহারে এসআই কামাল হোসেন উল্লেখ করেছেন, নির্বাচনের দিনে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তিনি হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে গিয়ে তিনজনকে আটক করেন। পরে জানতে পারে ওই তিনজন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাব পুুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নানা মিথ্যা তথ্য সরবারাহ করে এবং তা ভিডিও প্রচার করে। আসামি শরিফুল ইসলাম ওই ছবি ও ভিডিও রেকর্ড করে। আসামি নিরবের কাছ থেকে একটি প্রেসকার্ড উদ্ধার করা হয়। তাতে লেখা আছে দৈনিক নবচিত্র পত্রিকার যশোর জেলা প্রতিনিধি। কিন্তু নির্বাচনের অনুমতি সম্বলিত কোন কার্ড দেখাতে পারেনি। আসামি শারমীন আক্তারের কাছ থেকে একটি কার্ড উদ্ধার করা হয়।
তাতে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ড থানার নির্বাচনের তথ্য সংগ্রহের অনুমতি পত্র লেখা আছে।
এছাড়া তার কাছ থেকে জাতীয় দৈনিক মাতৃজগতের ঝিনাইদহ প্রতিনিধি লেখা একটি প্রেসকার্ড জব্দ করা হয়। সেই সাথে কিছু মোবাইল ফোনসেট ও একটি ক্যামেরা, একটি মাইক্রোফোন যাতে জাগরণী টিভি লেখা আছে ও একটি এয়ারফোন উদ্ধার করা হয়। তারা পরস্পর যোগসাজসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সেখানে অবস্থান করছিল।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওই তিন আসামিকে আদালতে পাঠালে তারা জামিন প্রার্থনা করেন। আদালতে তাদের জামিন মঞ্জুর করেন।