চৌগাছা প্রতিনিধি
‘স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা’ স্লোগানে খেজুর গুড়ের মেলা শুরু হচ্ছে আগামীকাল (সোমবার)। যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে আয়োজনের বিস্তারিত জানাতে ২৭ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বক্তব্য দেন।
এ সময় বক্তব্যে তারা বলেন, যশোর জেলার এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে তিন দিনব্যাপি এই মেলা হবে। গতবারের মতো এবারও এই উৎসবের অন্যতম আকর্ষণ যশোর জনপদের ঐতিহ্যবাহী খেজুর গুড় উৎসব। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় চৌগাছার খেজুর গাছি, গুড়-পাটালি ব্যবসায়ী ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতি হওয়ার আশা করা হচ্ছে।
এ সময় চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান সুমন, নির্বাহী সদস্য আজিজুর রহমানসহ, আব্দুল আলিম, রায়হান হোসেন, মারুফল হাসান, লাভলু রহমান, জাহিদ হাসান, ফয়সাল হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল