সাতক্ষীরা সংবাদদাতা
সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।
বুধবার সকাল আটটায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি পাঞ্জাখানা মসজিদে মাওলানা মাহবুবুর রহমানের ইমামতিতে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
২৩ জন মুসল্লী এই ঈদের জামাত নামাজে আদায় করেন।
এছাড়া সাতক্ষীরা সদরের বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে নামাজ আদায় করেন মহিলাসহ ৪০/৫০ জন মুসুল্লি।
এবছর জেলা সদরের বাউকোলা, ভাড়ুখালী, তলুইগাছা, তালার ইসলামকাটি, কলারোয়ার সোনাবাড়িয়া, পাইকগাছা,খলিলনগর এলাকার মুসল্লিরা ঈদ উদযাপন করেছেন আজ।
ভাড়ুখালি পাঞ্চাখাম মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান বলেন, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি। আমরা অন্য অন্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি।
পাইকগাছা থেকে ঈদের নামাজ আদায় করতে আসা জিএম হাসান-বিন মাহমুদ জানান, আমরা ৩০টি রোজা রেখে আজ ঈদ পালন করছি অন্য দেশে আজ ঈদ পালন করছে। খবর পেয়ে প্রতিবছর অন্য অন্য দেশের সাথে মিল রেখে আমরা এই নামাজ আদায় করি।