স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যশোরের সহযোগিতায় নতুন খয়ের তলা মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এতে সম্মানিত অতিথি ছিলেন যশোর সরকারি সিটি কলেজের শিক্ষক ড. সবুজ শামীম আহসান।

সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, নতুন খয়ের তলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এহসানুর রহমান, ইউনিসেফ বাংলাদেশের যশোর জেলার শিশু সুরক্ষা কমিনিউটি মোবিলাইজার মিনা বেগম, ক্রীড়া সংগঠক আব্দুল মান্নান, উপদেষ্টা নূরুল আরিফিন, সংগঠনের সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধক্ষ্য শাহীনুর আক্তার।

থেরাপী প্রদান করেন ডা. প্রজ্ঞা পারমিতা রায় (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট), আমিনুল ইসলাম (থেরাপি সহকারী), আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম (টেকনিশিয়ান)।- প্রেস বিজ্ঞপ্তি

Share.
Exit mobile version