বাংলার ভোর প্রতিবেদক
স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় খালধার রোড, বরফ কল মোড় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুর বারী। বিশেষ অতিথি ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যশোরের রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডা. বাপ্পী কবি শেখর, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী সদস্য কবি কাসেদুজ্জামান সেলিম।

সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আব্দুর রশিদ ঠাকুর ফাউন্ডেশনের প্রতিনিধি নাসরিন সুলতানা, আলী রেজা রাজু অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, এ.ডি.ডি ইন্টারন্যাশনাল যশোরের ফিল্ড অর্গানাইজার পারুল আক্তার, সংগঠনের কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা বিনা, আইসিটি সম্পাদক তামজিদ আহম্মেদ হিজল এবং সদস্য মারুফ হোসেন জিম।

অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। চার ধাপে মোট ৭০ জন শিশুর মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন।

এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্বপ্নতরী যশোরের এই মহতী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version