বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন বলেছেন, বিএনপির ৩১ দফায় শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি রয়েছে।
শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতি কোনোটিই সম্ভব নয়। যারা এ দেশের শিল্পকারখানা, অবকাঠামো, পরিবহণ খাতকে সচল রাখেন, তাদের বাদ দিয়ে দেশের কোনো অগ্রগতি সম্ভব নয়। কিন্তু আওয়ামী লীগ সরকার শ্রমিকদের তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাই স্বৈরাচার প্রেতাত্মা মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।
অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
শনিবার যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর অগ্রণী ব্যাংকের জোনাল অফিসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপিত্ব করেন অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হিরু মল্লিক। বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক যশোর অঞ্চলের ডিজিএম রোকনউদ্দিন, যশোর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ আহমেদ সিদ্দিক, যুগ্ম সম্পাদক তৌহিদুল রাহমান খোকন, জিয়া পরিষদের নেতা নুরুল ইসলাম প্রমুখ।