বাংলার ভোর প্রতিবেদক
মাদক, সন্ত্রাসমুক্ত, আধুনিক ও স্মার্ট যশোর সদর উপজেলা গড়তে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল। নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সদরের লেবুতলা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও মতবিনিয় সকরেন তিনি।
এ সময় তিনি বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে জনপ্রতিনিধিরা জনগণকে ভুলে যান। আমি জনগণের প্রতিনিধি হতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সমগ্র বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার ছিটেফোটাও যশোর সদর উপজেলাবাসী পায়নি। এখনো সদরের অধিকাংশ ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা ভালো হয়নি। গ্রামে গ্রামে এখন মাদকের আঁখড়া। কিশোর গ্যাংয়ের ভয়ে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না। এই সব সন্ত্রাসীদের আশ্রয়দাতা কারা সেটা সবাই জানেন। আমরা নিরাপদ সদর উপজেলা চাই।
তিনি আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি আমি সাধারণ মানুষের জনপ্রতিনিধি হবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাংমুক্ত আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়বো।
নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ।