মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে আব্দুল ওয়াহাব মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার কাউকে কিছু না জানিয়ে গোপনে হাসপাতাল থেকে চলে যান বলে স্বজনরা জানিয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যঙ্গাড়ের দোপ এলাকার ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওয়াহাব মোল্যা দীর্ঘদিন যাবত শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বেশি অসুস্থ হলে সকাল ৮টার দিকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কাউকে না জানিয়ে শনিবার সকালে হাসপাতাল থেকে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
রোববার বিকেলে কাশিপুর গ্রামের ইলিয়াস মোল্যা ব্যঙ্গাড়ের মাঠে এক জোড়া স্যান্ডেল দেখতে পান এবং স্যান্ডেল জোড়া তিনি কাশিপুর বাজারে নিয়ে আসেন। অনেকে স্যান্ডেল জোড়া ওয়াহাব মোল্যার বলে চিনতে পারেন। পরে স্থানীয় লোকজন যেখানে স্যান্ডেল ছিল সেখানে গিয়ে খোঁজাখুঁজির পরে ওয়াহাব মোল্যার মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় ।
নিহত ওয়াহাব মোল্যার ছেলে হুসাম মোল্যা বলেন, আমার বাবা কিভাবে হাসপাতাল থেকে এসেছে সেটা জানতে পারিনি। তার লাশ মাঠে দেখে আমাদের জানায়। আমার আব্বা কিভাবে মারা গেছে তা এখনো বুঝতে পারছি না।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, কাশিপুর গ্রামের ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা