বাংলার ভোর প্রতিবেদক
যশোরে একটি হিজড়া গোষ্ঠীর ওপর পরিকল্পিত হামলা ও নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হিজড়া সম্প্রদায়।
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিজড়া গোষ্ঠীর সদস্য মোছা. আনজুয়ারা।
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি এলাকায় তাদের হিজড়া গোষ্ঠীর ওপর অপর একটি হিজড়া গোষ্ঠী। যার নেতৃত্বে রয়েছে জাকির ওরফে চুমকি। সে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ওই হামলায় তাদের কয়েকজন সদস্য শারীরিকভাবে আহত হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর যশোর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কিছুদিন পর অভিযুক্ত পক্ষটি পুনরায় তাদের ওপর হামলা চালায়। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের কর্মস্থলে গিয়ে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, তৃতীয় লিঙ্গের চাঁদনি সিমলা, মায়া, ভাবনা, দুখিনি, পায়েল, নীলা, মহিনি প্রমুখ।

