শার্শা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় ৪০ মণ ওজনের উন্নতজাতের একটি গরু পালন করেছেন আমিনুর রহমান। দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। খাবার, দৈহিক গঠন, ওজন ও শান্ত স্বভাবের জন্য নাম তার ‘বাহাদুর’। নিজ বাড়িতে প্রাকৃতিক ঘাস, ধানের খড়, খৈল, কুড়া, ভুষি, ভুট্টা ও ছোলা খাইয়ে তা বড় করেছেন। জেলা শহর থেকে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের আমিনুর রহমান।
গরুটির দৈর্ঘ্য ১০ ফিট ও ৫ ফিট উচ্চতার ষাঁড়টির নাম দেয়া হয়েছে ‘বাহাদুর’। এমন বড় আকারে গরু দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছে আমিনুর রহমনের বাড়িতে। তবে ক্রেতারা দরদাম করে কিনতে পারবেন। দুই বছর আগে নিজ বাড়িতে জন্ম নেয়া গরুটি নিজের সন্তানের মত লালন-পালন করেন আমিনুর রহমান।
জানা গেছে, ছোট থেকেই গরু পালনের শখ ছিল আমিনুর রহমানের। এরই ধারাবাহিকতায় দুই বছর আগে বাড়িতে তার ফ্রিজিয়ান জাতের গাভী থেকে একটি বাছুর জন্ম নেয়। অন্যান্য বাছুরের থেকে আকার-আকৃতিতে বড় ও শান্ত স্বভাবের হওয়ায় তাকে ঘিরে বিশেষ পরিকল্পনা করেন তিনি। লালন-পালন করছেন নিজের সন্তানের মত দুই বছর ধরে। কোরবানীর ঈদকে সামনে রেখে তার পোষা গরু ‘বাহাদুর’কে বিক্রি করার চিন্তা করছেন। দাম ভালো পেলে বিক্রি করে দেবেন তার পোষা ‘বাহাদুর কে।
খামারি আমিনুর আরও বলেন, কোনো রেডিফিড খাওয়াইনি। মোটাতাজাকরণের কৃত্রিম কোনো পদ্ধতি বা হরমোনাল ইনজেকশন প্রয়োগ করিনি। স্থানীয় ব্যাপারীরা ১০ লাখ টাকা দাম বলে গেছেন। আমি দাম চেয়েছি ১৪ লাখ টাকা।’
উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চ্যাটার্জি বলেন, ‘শুনেছি আমিনুরের গরুটি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরু। আমিনুর একজন ভালো গরুর খামারি।’
শিরোনাম:
- অনলাইন প্রশ্নব্যাংক স্থগিতে লাভবান কারা?
- আবারও তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর
- ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির লড়াই চলবেই : অমিত
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
- পদক প্রদানের মধ্য দিয়ে সাঙ্গ হলো বৈশাখী লোকনাট্য উৎসব
- যবিপ্রবিতে উপস্থিতির হার ৯৩ দশমিক ২৮ শতাংশ
- যশোরে ইউপি মেম্বরসহ আ.লীগের চার নেতা আটক
- নানা আয়োজনে কবি গুরুর জন্মদিন উদযাপন প্রাচ্যসংঘের