বাংলার ভোর প্রতিবেদক
আগামী ২২ এপ্রিল যশোরের ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের আগমন উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতিনিধি মেজর ফারজিন ফাহিম, র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মো. রাসেল এবং যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামী ২২ এপ্রিল হেলিকপ্টারযোগে যশোর আগমন করবেন এবং ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন। এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পরিদর্শনকালে উপদেষ্টাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বিতভাবে কাজ করবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, নওয়াপাড়া ও মণিরামপুর এলাকায় যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, সেনাবাহিনীর কাছে সিভিল পার্টিসিপেন্টদের তালিকা সরবরাহ, ব্রিফিং রুমের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্ন রাখা এবং মাঠের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, উপদেষ্টাদ্বয় সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে অবতরণ করবেন। এরপর কলেজের সম্মেলন কক্ষে সেনাবাহিনী কর্তৃক তাদের ভবদহের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হবে। সেখান থেকে তারা পায়রা হয়ে ভবদহের স্লুইস গেট এলাকার ২১ ভেন্টে উপস্থিত হবেন এবং এলাকাটি পরিদর্শন শেষে পুনরায় ব্রিফিং করবেন। উপদেষ্টারা দুপুরে যশোর রিজিয়ন সদর দপ্তরে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।
এদিন বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী, পুলিশ সুপার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার যশোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা দুপুরে মেছো বিড়াল সংরক্ষণ সংক্রান্ত একটি সচেতনতামূলক আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।