বাংলার ভোর প্রতিবেদক
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এবারও সাত দিনব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। গত বছর নয় দিনব্যাপি মেলা হলেও এ বছর দুই দিন কমিয়ে মধুমেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামী বছর ২৪ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে। ৩০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের অমিত্রাক্ষর সভাকক্ষে মধুকবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সুস্থ ও সুন্দর পরিবেশে মেলা আয়োজনের জন্য এবারও মেলা ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে মেলায় যাতে কোন অশ্লীল পুতুল নাচ, অপসংস্কৃতিকমূলক অনুষ্ঠান, ভ্যারাইটি শো প্রদর্শন, জুয়া, লটারি, হাউজি খেলা না থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে যে কয়টি মেলা হয় তারমধ্যে মধুমেলা অন্যতম বড় মেলা। এই মেলার ভাবগাম্ভীর্য অনেক উপরে। যে কারণে মেলার উদ্বোধন ঘোষণার জন্যে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানোর দাবি উঠেছে। এছাড়া যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। সে বিষয়ে মেলার মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করার দাবি জানান বক্তারা।

বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামন, সাংবাদিক তৌহিদ জামান, মনিরুল ইসলাম, জুয়েল মৃধা, আব্দুল্লাহ আল ফুয়াদ, এসআর সাঈদ প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version