বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের পরিমাণ ২৬৫ বোতল।
শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের একটি দল পূর্ব থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে সন্দেহজনকভাবে একটি টয়োটা প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়িটির ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক কারবারি আব্দুর রাজ্জাককে হাতেনাতে আটক করে ডিএনসি দল। একই সঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
ডিএনসি সূত্র আরও জানায়, এই মাদক চালানটি পাচারের উদ্দেশ্যে যশোর-খুলনা মহাসড়ক ব্যবহার করে অন্য কোনো গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অভিযানের নেতৃত্ব দেয়া পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
