বাংলার ভোর প্রতিবেদক
আগামী ৩০ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর এ তফসিল ঘোষণা করা হয়। তফসীল অনুযায়ী আগামী ১৯ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি এবং ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দিতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ নভেম্বর।
এর আগে গত ৭ সেপ্টেম্বর আপিল বোর্ড ও নির্বাচন বোর্ড গঠন করা হয়েছিল। সংস্থার প্রশাসক ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন সাক্ষরিত এক পত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আপিল বোর্ডের আহবায়ক করা হয়। এ ছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সদস্য করা হয়।
এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নির্বাচন বোর্ডের আহবায়ক এবং সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদকে সদস্য করা হয়।
গত ২৭ আগস্ট যশোর চেম্বার অব কমার্সের প্রশাসকের মেয়াদ বাড়ানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ সাক্ষরিত এক পত্রে প্রশাসকের মেয়াদ ৪ মাস (১২০ দিন) বৃদ্ধি করে নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়। নির্বাচনের ৯০ দিন পূর্বে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন এবং ৮০ দিন পূর্বে তফসিল ঘোষণা করতে বলা হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বারের প্রশাসক এসএম শাহীন বলেন, আগামী ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকার কারণে গত এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয় না। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চলছে। ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
- যশোর মটর পার্টস সমিতির নির্বাচনে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
- লোকসমাজের প্রকাশক সুমিতের শ্বশুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- বাংলার মিলন মেলার লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন বৃহস্পতিবার
- স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা বঞ্চিত যশোরবাসী
- বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে জাকের পার্টি : মহাসচিব
- চুকনগর বণিক সমিতির নির্বাচনে সাহিদুল সভাপতি বিল্লাল সম্পাদক
- কদমতলা বাজার কমিটির আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক
- সাতক্ষীরায় পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ আটক ১