বাংলার ভোর প্রতিবেদক
আগামী ৩০ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর এ তফসিল ঘোষণা করা হয়। তফসীল অনুযায়ী আগামী ১৯ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি এবং ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দিতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ নভেম্বর।
এর আগে গত ৭ সেপ্টেম্বর আপিল বোর্ড ও নির্বাচন বোর্ড গঠন করা হয়েছিল। সংস্থার প্রশাসক ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন সাক্ষরিত এক পত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আপিল বোর্ডের আহবায়ক করা হয়। এ ছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সদস্য করা হয়।
এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নির্বাচন বোর্ডের আহবায়ক এবং সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদকে সদস্য করা হয়।
গত ২৭ আগস্ট যশোর চেম্বার অব কমার্সের প্রশাসকের মেয়াদ বাড়ানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ সাক্ষরিত এক পত্রে প্রশাসকের মেয়াদ ৪ মাস (১২০ দিন) বৃদ্ধি করে নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়। নির্বাচনের ৯০ দিন পূর্বে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন এবং ৮০ দিন পূর্বে তফসিল ঘোষণা করতে বলা হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বারের প্রশাসক এসএম শাহীন বলেন, আগামী ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকার কারণে গত এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয় না। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চলছে। ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল