বাংলার ভোর প্রতিবেদক
৯৩ ফাউন্ডেশন (এসএসসি ৯৩ ব্যাচ) তাদের ফেসবুক পেজের মাধ্যমে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুটি অত্যাধুনিক হুইল চেয়ার প্রদান করেছে। শনিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এই হুইল চেয়ারগুলো হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশীদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) আ.ন.ম বজলুর রশীদ, ডা. ফোয়ারা, ৯৩ ফাউন্ডেশন ফেসবুক পেজের এডমিন আবুল কাশেম, তিতাস আহমেদ, মডারেটর আব্দুল্লাহ বিদ্যুৎ, সদস্য নাজমুল, প্রবীর বিশ্বাস, এনামুল হক, মনস সরকার, প্রশান্ত অধিকারী, বিদ্যুত কুন্ডু, রফিকুল ইসলাম, জাফর ইকবল এবং হাসপাতালের স্টোর কিপার রতন সরকার প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ৯৩ ফাউন্ডেশন তার ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষ রোপণ, স্বেচ্ছায় রক্তদান, বন্যায় ত্রাণ বিতরণ এবং শীতের পোশাক বিতরণ। এবারের উদ্যোগের মাধ্যমে তারা হাসপাতালের রোগীদের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করেছে। তাদের উদ্দেশ্য শুধু শিক্ষাগত নয়, সামাজিক উন্নয়ন ও মানবতার সেবা করা। সংগঠনটি সবার সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশীদ এই সহায়তার জন্য ৯৩ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ হাসপাতালের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। আমরা আশা করি, এই সহযোগিতা আমাদের রোগী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া, সংগঠনটি পূর্বেও নানা সামাজিক উদ্যোগ নিয়ে স্থানীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ৯৩ ফাউন্ডেশনের সদস্যরা তাদের ভবিষ্যত কার্যক্রমের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version