বিবি প্রতিবেদক
যশোরে মুদি দোকানি জয়নাল আবেদীনকে (৪০) ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল ভোর রাতে শহরতলীর চাঁচড়া মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই দিন রাতে দেড়টার দিকে মুদি দোকান বন্ধ করে তিনি বাসায় যাওয়ার পথে বাড়ির কাছে পৌছালে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার রাহুলসহ ৩ থেকে ৪ জন তার ওপর হামলা চালায়। তারা জয়নালের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আল মামুন জানান, তার বুকে এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম:
- পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
- যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
- সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
- ‘যশোর স্পেশাল’ ট্রেন ভরে ঢাকায় গেছেন হাজার হাজার নেতাকর্মী
- আনন্দ-উচ্ছ্বাস, প্রার্থনা মিলনমেলার আবহ যশোরে চার্চে, খ্রিষ্টান পল্লীতে
- যশোরে তিনটিতে প্রার্থী বদল বিএনপির, ৯ বঞ্চিতও নিলেন মনোনয়নপত্র ‘বিদ্রোহীর’ শঙ্কা!
- এক ম্যাচ বাকি থাকতেই নারী বিভাগে চ্যাম্পিয়ন মোহসেনা
