কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে শত্রুতা জেরে ক্ষেতের এক হাজার বাঁধা কপি কেটে নষ্ট করে দিয়েছে দুবৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামে বৃদ্ধ কৃষক মধুসূদন মন্ডল (৬৫) তার ১২ শতক জমিতে বাণিজ্যিকভাবে বাঁধা কপির চাষ করেন। বৃহস্পতিবার রাতে দুবৃত্তরা শত্রুতা করে প্রায় এক হাজার বাঁধা কপি কেটে নষ্ট করে দেয়। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ওই কৃষক একজন সরল সোজা মানুষ তার সাথে এলাকায় কারোর শত্রুতা নেই। সদর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা এ প্রতিনিধিকে বলেন, কে বা কারা শত্রুতা করে বৃদ্ধ কৃষকের ক্ষেতের কপি কেটে নষ্ট করে দিয়েছে। প্রতিবছর ওই মাঠে কারোর না কারোর ক্ষেতের ফসল এই ভাবে নষ্ট করে হয়। অনেক চেষ্টা করেও এই চক্রকে ধরা যাচ্ছে না।
এ ব্যাপারে কেশবপুর থানায় ডিউটি অফিসার এস আই আবুল হোসেন বলেন, বাঁধা কপির ক্ষেত কেটে নষ্ট করে দেয়ায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে যা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা জমেছে উৎসবের জনপদ কপোতাক্ষ পাড়ের হাজরাখানা গ্রাম
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক